শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৪ ১৩ : ৫৭
এঁদের রসায়ন ছোটপর্দার জৌলুস। এঁদের মান-অভিমান রেটিং চার্টের পারদ চড়ায়, কমায়। ২০২৪ এঁদের দখলে? ধারাবাহিকের ‘হট অ্যান্ট হিট কাপল’-এর হদিশে উপালি মুখোপাধ্যায়
কেউ এঁদের আসল নামে ডাকেন না। অন্দরমহলে এঁরা জনপ্রিয় স্বয়ম্ভূ-জগদ্ধাত্রী, গৌরব-আলো কিংবা অনিকেত-শ্যামলী নামে। ২০২৩-এ আবির্ভাব। রেটিং চার্ট বলছে, ‘আপনারা থাকছেন স্যর’! বছরের শুরুতে আজকাল টেলিভিশন পাতার মধ্যমণি সৌম্যদীপ মুখোপাধ্যায়-অঙ্কিতা মণ্ডল, রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে, রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়, কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার।
সৌম্যদীপ মুখোপাধ্যায়-অঙ্কিতা মণ্ডল
দু’জনেই প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর আবিষ্কার। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রাণভোমরা। জগা আর স্বয়ম্ভূ। পর্দায় যত এঁদের তু তু ম্যায় ম্যায়, পর্দার বাইরে তত কৌতূহল। সাম্প্রতিক খবর, নেপথ্যেও নাকি জুটির রসায়ন জবরদস্ত। যদিও আজকাল টেলিভিশনের কাছে এঁরা স্বীকার করেননি। রেটিং চার্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বাঁধা। নতুন বছরেও এই ফলাফল থাকবে তো?
রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য
জি বাংলার বছরশেষের উপহার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। সেখানে টাটকা জুটি রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য। বাস্তবে এঁদের পরিচয় অনেক দিনের। রণজয় শ্বেতার ‘রণদা’। নায়িকার লড়াইয়ের সাক্ষী তিনি। সেই রসায়ন কি এবার পর্দায় পড়বে? নায়ক স্বীকার করেছেন, নায়িকা চেনাজানা হলে কাজের সুবিধে হয়। ধারাবাহিকের অনিকেত-শ্যামলী ইতিমধ্যেই চর্চায়। পর্দায় তাঁদের গোপনে মন ভাসার পর্ব রেটিং চার্টে প্রথম পাঁচে নিয়ে এসেছে ধারাবাহিককে। বাকিটা? সময় বলবে।
সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে
অনেক দিন পরে সাহেব ভট্টাচার্য ধারাবাহিকে। বিপরীতে সুস্মিতা দে। নায়িকা ছোটপর্দার জনপ্রিয় মুখ। একের পর এক ধারাবাহিকে তিনিই আকর্ষণ। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কথা’য় এঁরাই নায়ক-নায়িকা। নিয়ম মেনে ঝগড়া দিয়ে শুরু। একটু একটু করে পরস্পরের প্রতি এখন মন গলছে। সাহেবের আদুরে চেহারা আর সুস্মিতার লক্ষ্মীমন্ত সৌন্দর্য কতটা মন ভোলাবে দর্শকদের? তার জন্য ধারাবাহিক দেখতে হবে।
রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়
ছোটপর্দার দেব আর পারো। রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়। স্টার জলসার ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক নায়িকা। এই প্রজন্মের প্রতিনিধি। কিন্তু ভালবাসায়, প্রতিশ্রুতিতে বিশ্বাসী। তাই মৃত্যুর পরেও দেবকে ছাড়তে পারে না পারো। সারাক্ষণ ছায়াসঙ্গী। দেবের আশপাশে অন্য নারী মানেই পারোর মাথায় আগুন! ছোটপর্দায় পা রেখেই দ্বৈত চরিত্রে অভিনয়। অঙ্গনা কখনও শহুরে কখনও গ্রাম্য। নায়িকা কিন্তু ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন। রোহনকেও কে না চেনে? এবার জুটিকেও সবাই চোখে হারাবে তো?
কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার
আলো আর আদিত্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত জি বাংলার নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’র নায়ক-নায়িকা। বাস্তবে এঁরা কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার। অশরীরী বৌকে নিয়েই খুশি নায়ক। যদিও আজকাল টেলিভিশনকে এর আগে জানিয়েছেন, বাস্তবে এরকম হলে তিনি সামলাতে পারতেন না। একমাত্র একরত্তি মেয়ে পুপুলকে নিয়ে পর্দাতেও হিমশিম খাচ্ছেন তিনি। তাই তাঁকে সামলাতে ধারাবাহিকে পা রেখেছেন আরও এক নায়িকা ‘রাধা’ ওরফে সোমু সরকার। এখন দেখার, কার সঙ্গে রয়াসন বেশি জমে তাঁর।
নানান খবর

নানান খবর

'বুলি'ই কি আসলে 'কথা'? 'এভি'র মুখোমুখি হতেই ধরা পড়ল কোন সত্যি!

কার পোশাকে 'মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন হবু মা কিয়ারা? ছেলে তৈমুরের কাছে কেন ক্ষমা চান সইফ?

জুনে আসছে নতুন সদস্য, কার কাছে ন'মাসের সাধ খেলেন পিয়া চক্রবর্তী?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?